স্মার্টফোনের(অ্যান্ড্রয়েড)ভাইরাস-ঝুঁকি বৃদ্ধি এবং সেন্সর সতর্কতা সম্পর্কে জেনে নিন............

>>অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে 2013-01-31-06-03-34-510a0936c2cf4-virus-hp

চলতি বছরে স্মার্টফোনে ভাইরাস আক্রমণের ঝুঁকি আরও বাড়বে। স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো কর্তৃপক্ষ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, চলতি বছর অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ওয়ার্ল্ড। www.pcworld.com

স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোপ্রথম ও দ্বিতীয় যথাক্রমে ম্যাকাফি ও নরটন
ট্রেন্ড মাইক্রোর গবেষকেদের দাবি, চলতি বছরে ডেস্কটপ কম্পিউটারের মতোই ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন
android-virus-1
>>স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১২ সালে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার প্রায় ছয় গুণ পর্যন্ত বেড়েছে।

>>গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসাবে দেখা গেছে, এক লাখ ৮০ হাজার ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন স্মার্টফোনের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়েছিল।

>>এই চলতি বছর ২০১৩ সালে তা সাড়ে তিন লাখ পর্যন্ত হতে পারে।

২০১৪ সালনাগাদ এসব স্মার্টফোন ভাইরাস আরও বেড়ে ব্যক্তিগত তথ্য চুরি ছাড়াও আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়াতে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গুগল। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ভাষ্য, গুগলের নিরাপত্তা টপকে অ্যান্ড্রয়েডের ভাইরাস হুমকি বাড়ছেই।


===================================================

>>স্মার্টফোনের সেন্সর থেকে সতর্ক থাকুন

2013-01-31-05-59-13-510a0831a4479-sensor

স্মার্টফোনে ব্যবহূত বিভিন্ন সেন্সর থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, জিইরোস্কোপ, অ্যাকসিলরোমিটারের মতো সেন্সর স্মার্টফোন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে এবং নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের গবেষকদের বরাতে বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনেব্যবহূত সেন্সর যেসব তথ্য সংগ্রহ করে রাখে, তা বিশ্লেষণ করে সহজেই ওই স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা যায় এবং স্মার্টফোনের সব তথ্য জানা সম্ভব হয়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সোয়ার্থমোর কলেজের গবেষকেরা স্মার্টফোনে থাকা অ্যাকসিলরোমিটারের তথ্য বিশ্লেষণ করে স্মার্টফোনের পিন লক ভাঙতে পেরেছেন।
গবেষকদের দাবি, স্মার্টফোনের সেন্সরগুলো যে তথ্য জমা করে রাখে,
তা ব্যবহার করে সহজেই স্মার্টফোনের যেকোনো লক খুলে ফেলা যায়। 

 13019348-smartphone-with-green-virus-on-white-background


স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউটের প্রযুক্তি বিশ্লেষকেরাও স্মার্টফোন সেন্সর বিষয়ে সবাইকে সতর্ক হতে বলেছেন।
গবেষকেরা স্মার্টফোন সেন্সরের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে গবেষণা করছেন।



===================================================

মোবাইল হতে YOUTUBE ভিডিও যেকোন ফরমেটে ডাউনলোড করবেন কিভাবে ............???

কিভাবে মোবাইল হতে YOUTUBE ভিডিও যেকোন ফরমেটে ডাউনলোড করবেন
YouTube-3G-Android
নিচের লিংকগুলোতে ক্লিক রে ডাউনলোড করুন।
অনেক তো ডাউনলোড করেছেন ইউটিউব ভিডিও কম্পিউটার থেকে। কিন্তু লক্ষ্য করলাম অ্যান্ড্রয়েড আমাদের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর জীবনের সঙ্গী। কারো পিসি নেই, আবার কারো পিসি থাকা সত্ত্বেও হাতের স্মার্টফোনেই বেশি সময় কাটানো হয়। যাই হোক। আজ পিসি থেকে ইউটিউব ভিডিও ডাউনলোডের পায়তারা নয় আজ তরিকা দিচ্ছি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ উপায়।
HOW TO DOWNLOAD YOUTUBE VIDEO FROM MOBILE DEVICE
DOWNLOAD
 untitled

YouTube Video / Music Downloader for Android

ভিডিও হলেই তো হল না আপনি পারবেন সেই ইউটিউব ভিডিও যেকোন ফরম্যাটে ডাউনলোড করতে। আর সোশ্যাল সাইটে শেয়ারিং এর সুবিধা তো থাকছেই। আর অ্যান্ড্রয়েডে এরকম মহা মহা কাজ করা সম্ভব শুধুমাত্র অ্যাপসের বদোউলতে। অ্যাপস ছাড়া অ্যান্ড্রয়েডই যেন খেলনা মোবাইল। আর তাই অ্যান্ড্রয়েড অ্যাপসের বাহিরে গিয়ে আমরা বেশিদূর দৌড়াতে পারবনা।
VIDEO DOWNLOADER
আজও তেমন। শেয়ার করছি একটি ছোট সাইজের অ্যান্ড্রয়েড অ্যাপস। আর যা দিয়ে যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোড করে ফেলুন যেকোন ফরম্যাটে। ব্যবহার তো একদম সোজা। ও হো! অ্যাপসের নামটাই কিন্তু বলা হয়নি এখনও। আর আমি এখনই ডাউনলোড লিংক দিতে যাচ্ছিলাম। অ্যান্ড্রয়েডের এই অ্যাপসটির নাম Videoder
 
কিন্তু ব্যবহার করব কিভাবে? পানি যেভাবে সহজে খেতে পারেন। এটি ব্যবহারও তেমনি সোজা। প্রথমে ডাউনলোড করে নিন, তারপর শুধু অ্যাপসটি চালু করেই ইউটিউবের যে ভিডিও ডাউনলোড করতে চান সেটার নাম দিয়ে সার্চ দিন। রেজাল্ট পেয়ে গেলেই সেটায় ক্লিক করে কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন আর ডাউনলোড হওয়া পর্যন্ত ঘুম পাড়ুন। ব্যাস, ডাউনলোড শেষ হয়ে গেলে ঘুম থেকে উঠে উপভোগ করুন ভিডিওটি।



======================================

স্মার্ট ফোন ব্যবহারে ১০টি ঝুকি ...............................!!!


smartphone
স্মার্ট ফোন কার নেই!! যেদিকেই তাকাই সেই দিকেই স্মার্ট ফোন। সবাই স্মার্টফোন ব্যাবহার করছে । প্রযুক্তির নতুন দিগন্তে এই স্মার্ট ফোন যেমন প্রযুক্তিকে সহজ করে দিয়েছে তেমনি জীবনকে হুমকির মুখেও ঠেলে দিচ্ছে ।এই স্মার্টফোন ব্যাবহারের কারনে এখন প্রায় দুর্ঘটনা ঘটছে যা কাম্য নয় । আমি আজকে স্মার্টফোনের ঝুঁকিপূর্ণ ১০ টি কারনের কথা বলবো যা কখনো করবেন না ।

usb-wall-charging-iphone
১. একদম চার্জ শেষ না হয়ে গেলে চার্জ দিবেন না ।
২. চার্জ সম্পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত চার্জ দিবেন না ।
৩. একদম কম চার্জে কথা বলবেন না । কারন তখন অনেক বেশি পরিমাণ রেডিয়েশন ছড়ায় যা অনেক ক্ষতিকর ।
৪. রাতে চার্জ দিয়ে কখনো ঘুমাবেন না ।
৫. স্মার্টফোন কখনো বালিশের নিচে রাখবেন না ।
৬. আগুনের পাশে , ল্যাপটপের/টিভির উপরে , পিসি/সাউন্ড বক্সের পাশে ফোন রাখবেন না ।
৭. স্মার্টফোন ব্যাবহার করতে করতে গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য ব্যাবহার করা বন্ধ করে দিন ।
৮. হঠাৎ গরম হয়ে গেলে বা ভাইব্রেশন দেওয়া শুরু হলে ব্যাটারি খুলে ফেলুন ।
৯. ব্যাটারি ফুলে গেলে সে ব্যাটারি ভুলেও ব্যাবহার করবেন না ।
১০. মোবাইল চার্জে রেখে কখনো কথা বলবেন না ।



=================== ENG =======================