
শিগগিরই ইউএসবিসদৃশ একটি কম্পিউটার বাজারে আনছে ডেল। পণ্যটি টেলিভিশন বা মনিটরে যুক্ত করে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।
চলতি বছরের জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ইউএসবিসদৃশ
একটি কম্পিউটার দেখিয়েছিল কম্পিউটার নির্মাতা ডেল। ইউএসবিটি যেকোনো মনিটর
বা টিভিতে যুক্ত করে তা কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে বলেই জানিয়েছিল
প্রতিষ্ঠানটি। ডেল এ প্রকল্পটির নাম দিয়েছিল ‘ওফেলিয়া’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা
হয়েছে, ডেলের ওফেলিয়া প্রকল্পে তৈরি ইউএসবি কম্পিউটারটি জুলাই মাসনাগাদ
বাজারে আসবে। এ ডিভাইসটি মাত্র ১০০ ডলারে কেনার সুবিধা দেবে ডেল।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর এ কম্পিউটারটিতে ব্লুটুথ, ওয়াই-ফাই ও
ক্লাউড সেবাও পাওয়া যাবে। তবে ইউএসবিসদৃশ এ পণ্যটির প্রসেসর ও র্যাম
সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ডেল।
No comments:
Post a Comment