>>অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে
চলতি বছরে স্মার্টফোনে ভাইরাস আক্রমণের ঝুঁকি আরও বাড়বে। স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো কর্তৃপক্ষ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, চলতি বছর অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ওয়ার্ল্ড। www.pcworld.com
স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে ম্যাকাফি ও নরটন।
ট্রেন্ড মাইক্রোর গবেষকেদের দাবি, চলতি বছরে ডেস্কটপ কম্পিউটারের মতোই ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন।

>>স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১২ সালে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার প্রায় ছয় গুণ পর্যন্ত বেড়েছে।
>>গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসাবে দেখা গেছে, এক লাখ ৮০ হাজার ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন স্মার্টফোনের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়েছিল।
>>এই চলতি বছর ২০১৩ সালে তা সাড়ে তিন লাখ পর্যন্ত হতে পারে।
২০১৪ সালনাগাদ এসব স্মার্টফোন ভাইরাস আরও বেড়ে ব্যক্তিগত তথ্য চুরি ছাড়াও আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়াতে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গুগল। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ভাষ্য, গুগলের নিরাপত্তা টপকে অ্যান্ড্রয়েডের ভাইরাস হুমকি বাড়ছেই।
===================================================
>>স্মার্টফোনের সেন্সর থেকে সতর্ক থাকুন

স্মার্টফোনে ব্যবহূত বিভিন্ন সেন্সর থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, জিইরোস্কোপ, অ্যাকসিলরোমিটারের মতো সেন্সর স্মার্টফোন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে এবং নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের গবেষকদের বরাতে বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনেব্যবহূত সেন্সর যেসব তথ্য সংগ্রহ করে রাখে, তা বিশ্লেষণ করে সহজেই ওই স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা যায় এবং স্মার্টফোনের সব তথ্য জানা সম্ভব হয়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সোয়ার্থমোর কলেজের গবেষকেরা স্মার্টফোনে থাকা অ্যাকসিলরোমিটারের তথ্য বিশ্লেষণ করে স্মার্টফোনের পিন লক ভাঙতে পেরেছেন।
গবেষকদের দাবি, স্মার্টফোনের সেন্সরগুলো যে তথ্য জমা করে রাখে,
তা ব্যবহার করে সহজেই স্মার্টফোনের যেকোনো লক খুলে ফেলা যায়।

স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউটের প্রযুক্তি বিশ্লেষকেরাও স্মার্টফোন সেন্সর বিষয়ে সবাইকে সতর্ক হতে বলেছেন।
গবেষকেরা স্মার্টফোন সেন্সরের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে গবেষণা করছেন।
===================================================

চলতি বছরে স্মার্টফোনে ভাইরাস আক্রমণের ঝুঁকি আরও বাড়বে। স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো কর্তৃপক্ষ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, চলতি বছর অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ওয়ার্ল্ড। www.pcworld.com
স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে ম্যাকাফি ও নরটন।
ট্রেন্ড মাইক্রোর গবেষকেদের দাবি, চলতি বছরে ডেস্কটপ কম্পিউটারের মতোই ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন।

>>স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১২ সালে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার প্রায় ছয় গুণ পর্যন্ত বেড়েছে।
>>গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসাবে দেখা গেছে, এক লাখ ৮০ হাজার ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন স্মার্টফোনের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়েছিল।
>>এই চলতি বছর ২০১৩ সালে তা সাড়ে তিন লাখ পর্যন্ত হতে পারে।
২০১৪ সালনাগাদ এসব স্মার্টফোন ভাইরাস আরও বেড়ে ব্যক্তিগত তথ্য চুরি ছাড়াও আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়াতে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গুগল। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ভাষ্য, গুগলের নিরাপত্তা টপকে অ্যান্ড্রয়েডের ভাইরাস হুমকি বাড়ছেই।
===================================================
>>স্মার্টফোনের সেন্সর থেকে সতর্ক থাকুন

স্মার্টফোনে ব্যবহূত বিভিন্ন সেন্সর থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, জিইরোস্কোপ, অ্যাকসিলরোমিটারের মতো সেন্সর স্মার্টফোন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে এবং নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের গবেষকদের বরাতে বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনেব্যবহূত সেন্সর যেসব তথ্য সংগ্রহ করে রাখে, তা বিশ্লেষণ করে সহজেই ওই স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা যায় এবং স্মার্টফোনের সব তথ্য জানা সম্ভব হয়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সোয়ার্থমোর কলেজের গবেষকেরা স্মার্টফোনে থাকা অ্যাকসিলরোমিটারের তথ্য বিশ্লেষণ করে স্মার্টফোনের পিন লক ভাঙতে পেরেছেন।
গবেষকদের দাবি, স্মার্টফোনের সেন্সরগুলো যে তথ্য জমা করে রাখে,
তা ব্যবহার করে সহজেই স্মার্টফোনের যেকোনো লক খুলে ফেলা যায়।

স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউটের প্রযুক্তি বিশ্লেষকেরাও স্মার্টফোন সেন্সর বিষয়ে সবাইকে সতর্ক হতে বলেছেন।
গবেষকেরা স্মার্টফোন সেন্সরের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে গবেষণা করছেন।
===================================================
Your article is incredibly useful.Everyday your diary inspire Pine Tree State heaps deal and helped to develop one thing new like I actually have developed a brand new app db multiverse this is often great and pleasant.Thanks for the awe-inspiring posts , please keep updated frequently.
ReplyDeleteI am thinking that in this time you should give a try to this new app Clicker Heroes Mod Apk : which is now most trending app in the world.
ReplyDelete