বাঁশের নল নয়, পেনড্রাইভ!



পেনড্রাইভের আকার ও আকৃতি অল্প সময়ে এত ঘন ঘন বদলেছে যে এর নকশায় আর কোনো কিছু বাদ থেকে গেল কি না, তা নিয়ে মাঝেমধ্যেই ধন্দে পড়তে হয়। সম্প্রতি বাজারে এসেছে সরু বাঁশের নল আকৃতির অ্যাপাসার ব্র্যান্ডের একটি পেনড্রাইভ। হালকা-পাতলা হ্যান্ডিস্টেনো এএইচ১৩৭ মডেলের এই পেনড্রাইভের তথ্য ধারণক্ষমতা ৩২ গিগাবাইট পর্যন্ত।
 
ইউএসবি ৩ প্রযুক্তির পেনড্রাইভটি ১১ দশমিক ৩ মিলিমিটার লম্বা। ছয় গ্রাম ওজনের অ্যাপাসার হ্যান্ডিস্টেনো এএইচ১৩৭ পেনড্রাইভটি উইন্ডোজ ৮, উইন্ডোজ ৭, এক্সপি, ভিসতা, লিনাক্স, ম্যাক ১০.৪ ও এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেম সমর্থন করে।
প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টিতে কম্পিউটার সোর্সের বাজারে আনা অ্যাপাসার হ্যান্ডিস্টেনো এএইচ১৩৭ মডেলের ৮জিবি ধারণক্ষমতার পেনড্রাইভের দাম ৬০০, ১৬ জিবি ৯৫০ ও ৩২ জিবির দাম এক হাজার ৭৫০ টাকা।

১০০ ডলারে কম্পিউটার!



ডেল ইউএসবি কম্পিউটার ডেল ইউএসবি কম্পিউটার

শিগগিরই ইউএসবিসদৃশ একটি কম্পিউটার বাজারে আনছে ডেল। পণ্যটি টেলিভিশন বা মনিটরে যুক্ত করে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।
 
চলতি বছরের জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ইউএসবিসদৃশ একটি কম্পিউটার দেখিয়েছিল কম্পিউটার নির্মাতা ডেল। ইউএসবিটি যেকোনো মনিটর বা টিভিতে যুক্ত করে তা কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে বলেই জানিয়েছিল প্রতিষ্ঠানটি। ডেল এ প্রকল্পটির নাম দিয়েছিল ‘ওফেলিয়া’।
 
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডেলের ওফেলিয়া প্রকল্পে তৈরি ইউএসবি কম্পিউটারটি জুলাই মাসনাগাদ বাজারে আসবে। এ ডিভাইসটি মাত্র ১০০ ডলারে কেনার সুবিধা দেবে ডেল।
 
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর এ কম্পিউটারটিতে ব্লুটুথ, ওয়াই-ফাই ও ক্লাউড সেবাও পাওয়া যাবে। তবে ইউএসবিসদৃশ এ পণ্যটির প্রসেসর ও র্যাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ডেল।

প্রযুক্তির চমক, গুগল চশমা! (Google Glass)

আমার আজকের টিউনের বিষয় গুগল গ্লাস এর উপর প্রতিবেদন। Main
প্রজেক্ট গ্লাস একটি রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম যা গুগল দ্বারা নির্মিত হেড-মাউন্টেড ডিসপ্লে (এইচএমডি) যা গুগল গ্লাস নামে পরিচিত। গুগল গ্লাস স্মার্টফোনের মতো হ্যান্ডস-ফ্রি তথ্য ডিসপ্লে করে এবং প্রাকৃতিক ভয়েস এর সাহায্যে ইন্টারনেট এ প্রবেশ করতে পারে এবং ব্রাউজ করতে পারে। আইওয়্যার টি স্টিভ ম্যান এর আইট্যাপ এর মতই। গুগল গ্লাসে ব্যবহার করা হয়েছে গুগল এর এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।
প্রজেক্ট গ্লাস গুগল এক্স ল্যাব এর দ্বারা নির্মিত। গুগল এক্স ল্যাব মূলত ভবিষ্যৎ টেকনোলজি নিয়ে গবেষণা করে (যেমন ড্রাইভার বিহীন গাড়ি)।



গুগল গ্লাস
LO
নির্মাতা:
গুগল
ধরণ:
আগমেন্টেড রিয়েলেটি,
হেড-মাউন্টেড ডিসপ্লে
মুক্তি পাবে:
আমেরিকায় (নিমার্তাদের) ২০১৩ সালে শুরুর দিকে,
সবার জন্য ২০১৩ সালের শেষের দিকে
দাম:
নিমার্তা ভার্সন ১৫০০ মার্কিন ডলার,
সবার জন্য ১৫০০ মার্কিন ডলার এর নিচে (এখনো জানানো হয় নি)
ফিচার:
Feature
Voice activation text
Record video ok glass, record a video
Take picture
ok glass, take a picture
Start Google+ hangout ok glass, hang out with [person/circle]
Search
ok glass, google [search query]
Search photos ok glass, google photos of [search query]
Translate ok glass, google say [text] in [language]
Give directions ok glass, give directions to [search query]
Use Google Now ok glass, [question][35]
Send message unknown
Give flight details
unknown

গুগল গ্লাস! এটি অনেকের কাছে অনেক ধরণের মনে হতে পারে। যেমনটি আমার কাছে মনে হয় ড্রাগন বল কার্টুন সিরিজের এই গ্যাজেট এর মত! (লুল)
FAAA
আবার অনেকের কাছে এই হেডওয়্যারটি ফিউচারিস্টিক “নেক্সট স্টেপ” পারসোনাল কম্পিউটিং এ। আবার আমার আব্বার মতে, তোমার মুখে কম্পিউটার পরবে! ভালই তো! তবে তুমি কি পাবলিক এ এটি পরতে পারবে!!!

তবে যাই হোক, গুগল গ্লাস কমিউনিকেশন এর পথে নতুন একটি গতি তৈরি করবে। যদিও ১৫০০ ডলার খরচ করে হাই-ফাই পিসি কেনা যায়! (লুল এগেইন!)

গুগল গ্লাস! এইটা আবার কি!??
সাধারণত, আপনার গ্লাস কি এটা বুঝেন। আপনার চশমা, আপনার স্মার্টফোন এবং আপনার পিসি অথবা ল্যাপটপ, এই তিনটি জিনিসকে একত্র করুন এবং আপনি পেয়ে যাবেন গুগল গ্লাস! গ্লাসে রয়েছে এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম যা ডান চোখে সেট করা। যার দ্বারা গুগল ম্যাপ, ভিডিও চ্যাট এবং ভয়েস কমান্ড ফিচার ব্যবহার করা যাবে। এছাড়াও ৭২০পি এর ক্যামেরা ডিভাইসটির সামনে সেট করা হয়েছে। যার দ্বারা ছবি তুলতে পারবেন শুধুমাত্র একটি মুখের আদেশ দিয়ে। আরো রয়েছে বিল্ট-ইন ওয়াই-ফাই।
dsfdf
গুগল গ্লাস এর প্লাস্টিক এর রং হবে ধূসর, কমলা, কালো, সাদা এবং উজ্জ্বল নীল। গুগল গ্লাস এর “এক্সপ্লোরার” এডিশনে থাকবে সানগ্লাস এর ছোঁয়া!


আমরা কেন ১৫০০ ডলার খরচ করে গুগল গ্লাস কিনবো?
উত্তরটা সহজ, আবার জটিল। আরে ভাই নতুন প্রযুক্তির জিনিস। আগ্রহ তো থাকবেই। সাধারণত, গুগল গ্লাস একটি হ্যান্ডস-ফ্রি নতুন যোগাযোগের পথ হবে। যার দ্বারা আপনার পছন্দের মানুষটির সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবেন স্মার্টফোন হাতে না ধরেই!
এছাড়াও, এটির দ্বারা ফার্স্ট পারসন ভিউতে কোনো ডাক্তার তার জটিল জটিল অপারেশন করতে পারবেন ঘরে বসেই।
তবে চশমাটি পড়ে আপনাকে একটু অন্য রকম লাগবে। সবার কাছে চশমাটি সুইটাব্যাল নাও হতে পারে। গুগল গ্লাস হতে পারে পরবতী প্রজন্মের ব্লু-টুথ হেডসেট।

সর্বশেষ তথ্য মতে, গুগল এ বছরের (২০১৩) শেষের দিকে গ্লাসটির কনজিউমার ভার্সন বাজারে ছাড়তে পারে। যদিও অলরেডি গুগল গ্লাসটির ডেভেলপার ভার্সন বাজারে ছেড়েছে ১৫০০ মার্কিন ডলারে। ভাই একটা স্মার্টফোন এর দাম কত!!!???
FFD
গুগল গ্লাস হতে পারে পরবর্তী প্রজন্মের পরিধাণযোগ্য কম্পিউটার এর সূচনা। আবার এইরকম গেজেট অনেক বছর লাগবে পাবলিক ভাবে সেটেল হতে।

এপ্রিল ৫, ২০১২ সালে স্যান ফ্রান্সসিকোতে ফাউন্ডেশন ফাইটিং ব্লাইন্ডনেস ইভেন্টে গুগল গ্লাস সর্বপ্রথম দেখানো হয়। মে, ২০১২ সালে গ্লাসটির প্রথম টেস্ট ভিডিও দেখানো হয়। ফেব্রুয়ারী, ২০১৩ তে গ্লাসটির ভয়েস কমান্ড ফিচার দেখানো হয়।
SC1
SC2
SC3
SC4
SC5
SC6

গ্লাসটির “এক্সপ্লোরার” ভার্সনে নতুন ফিচার হিসেবে থাকছে, ওয়াই-ফাই এবং ব্লু-টুথ এর মাধ্যমে থ্রিজি ও ফোরজি ডাটা আদান-প্রদান এর সুবিধা, আরো আছে বিল্ট-ইন চিপ। ভয়েস কমান্ড ব্যবহার করা যাবে “ওকে গ্লাস” দিয়ে। এছাড়াও ডুয়াল লেয়ারে থাকছে সহজে পরিবর্তনযোগ্য সানগ্লাস।


সর্বশেষে বলতে পারি, দামটি ছাড়াও গুগল গ্লাস পজিটিভ ভাবে টেকনোলজি জগতে সাড়া ফেলেছে। দেখা যাক শেষ মেষ দামটি কমে কিনা।

*****************************************************************************************

এ সময়ের আলোচিত আট স্মার্টফোন

  • আইফোন ৫ আইফোন ৫
  • গ্যালাক্সি এস ৪ গ্যালাক্সি এস ৪
  • এলজি অপটিমাস জি প্রো এলজি অপটিমাস জি প্রো
  • সনি এক্সপেরিয়া জেড সনি এক্সপেরিয়া জেড
  • এইচটিসি ওয়ান এইচটিসি ওয়ান
  • নকিয়া লুমিয়া ৯২০ নকিয়া লুমিয়া ৯২০
  • জেডটিই গ্র্যান্ড এস জেডটিই গ্র্যান্ড এস
  • ব্ল্যাকবেরি জেড ১০ ব্ল্যাকবেরি জেড ১০

প্রযুক্তি-বিশ্লেষকেরা চলতি বছরকে স্মার্টফোনের বছর হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে বাজারে আলোচনায় রয়েছে অ্যাপল, স্যামসাং, সনি, এলজি, এইচটিসি, নকিয়া, জেডটিই ও ব্ল্যাকবেরির তৈরি আটটি স্মার্টফোন। স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে অসাধারণ ফিচার আর দ্রুতগতির শক্তিশালী ফোন হিসেবে বাজারে আলোচিত আট স্মার্টফোনের তালিকা তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।

আইফোন ৫
দুই বছর ধরে চলে আসা বিভিন্ন গুজব আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’-এর ঘোষণা দিয়েছিল অ্যাপল। সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের এ স্মার্টফোনটির দিকে। বাজারে আসার পর এ স্মার্টফোনটি সাড়া ফেলে। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫-এর রেটিনা ডিসপ্লের মাপ চার ইঞ্চি। ১১২ গ্রাম ওজন আর ৭ দশমিক ৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের প্রসেসর।

গ্যালাক্সি এস ৪
১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ৪ দশমিক ৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিওর সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা রয়েছে। ফলে চোখের ইশারা ও অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।

এলজি অপটিমাস জি প্রো
ট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা একসঙ্গে দিতে পারে এলজির অপটিমাস জি প্রো স্মার্টফোনটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেতে ১০৮০ পিক্সেলে সমর্থন করে। ১ দশমিক ৭ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসর, দুই গিগাবাইট র্যাম রয়েছে স্মার্টফোনটিতে। এ স্মার্টফোনটিতে চোখের ইশারায় ভিডিও নিয়ন্ত্রণ করার প্রযুক্তি রয়েছে।

সনি এক্সপেরিয়া জেড
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে সনির এক্সপেরিয়া জেড। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। পানিরোধী সুরক্ষাযুক্ত এ স্মার্টফোনটি ময়লা হলে পানি দিয়ে ধুয়েও ফেলা যায়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া সনি ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত রয়েছে। শূন্য দশমিক তিন ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করে।

এইচটিসি ওয়ান
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির তৈরি আলোচিত স্মার্টফোন হচ্ছে ‘এইচটিসি ওয়ান’। ফেসবুকের সম্প্রতি প্রকাশিত ‘হোম’ সফটওয়্যারটি প্রথমত এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতেই যুক্ত হচ্ছে। ১ দশমিক ৭ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের ও এক গিগাবাইট র্যামের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। এইচটিসির এ স্মার্টফোনটিকে বলছে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়।

নকিয়া লুমিয়া ৯২০
নকিয়া কর্তৃপক্ষের ভাষ্যে, ‘লুমিয়া ৯২০ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যের ফোন’। লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১ দশমিক ৫ গিগাহার্টজের প্রসেসর, এক গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, আট মেগাপিক্সেল পিউরভিউ ক্যামেরা-সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে।

জেডটিই গ্র্যান্ড এস
জেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ‘চীনা’ স্মার্টফোন! পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘গ্র্যান্ড এস’ নামের স্মার্টফোনটি ৬ দশমিক ৯ মিলিমিটার পুরু, ৬৯ মিলিমিটার প্রশস্ত, ১৪২ মিলিমিটার লম্বা। জেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে হাই ডেফিনেশনে ভিডিও দেখা যায়। ৮ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত হওয়া বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্যের মেলা সিইএস উপলক্ষে বিশ্বের সবচেয়ে পাতলা এ স্মার্টফোনটি উন্মুক্ত করেছিল জেডটিই। গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর, ১ দশমিক ৭ গিগাহার্টজ সিপিইউ, দুই গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। স্মার্টফোনটির সামনে দুই মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ব্ল্যাকবেরি জেড ১০
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে ব্ল্যাকবেরির জেড ১০। চলতি বছরের জানুয়ারিতে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর ৪ দশমিক ২ ইঞ্চি মাপের টাচস্ক্রিন প্রযুক্তির নতুন স্মার্টফোনটি বাজারে আনে ব্ল্যাকবেরি। ইতিমধ্যে ১০ লাখ ইউনিট জেড ১০ মডেলের নতুন স্মার্টফোন বিক্রি করেছে মুঠোফোন নির্মাতা কানাডার প্রতিষ্ঠানটি। নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরির স্মার্টফোনগুলো দ্রুতগতির এবং অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।

************************************************************************

৩০ দিনে মঙ্গল ভ্রমণ!


গবেষকেরা বলছেন, বর্তমানে মঙ্গল ভ্রমণে চার বছরের বেশি সময় লাগলেও নতুন প্রযুক্তি উদ্ভাবনে সফলতা এলে মাত্র ৩০ দিনেই মঙ্গলগ্রহ ঘুরে আসা যাবে।
২২ কোটি কিলোমিটার দূরের গ্রহ মঙ্গলে দ্রুততম সময়ে ঘুরে আসতে প্রয়োজন হবে দ্রুতগামী কোনো নভোযান। কিন্তু গবেষকেরা বলছেন, বর্তমানে রকেটের যে ইঞ্জিন ব্যবহার করা হয়, তাতে দ্রুততম সময়ে মঙ্গল গ্রহে ভ্রমণ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের গবেষকেরা পারমাণবিক শক্তিনির্ভর মহাকাশযান তৈরির পরিকল্পনা করছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও ওয়াশিংটনভিত্তিক মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান এমএসএনডব্লিউ-এর গবেষকেরা ‘নিউক্লিয়ার ফিউশন’নির্ভর মহাকাশযান তৈরির প্রকল্প হাতে নিয়েছেন। গবেষকেরা আশা করছেন, তাঁদের তৈরি প্রযুক্তিটি সফল হলে দ্রুততম সময়ে মহাকাশ ভ্রমণ করা যাবে আর মহাকাশ ভ্রমণে খরচও হবে কম। এ প্রযুক্তি ব্যবহারে মহাকাশ ভ্রমণে মানুষের স্বাস্থ্যঝুঁকিও কমে যাবে।
গবেষকেরা ধারণা করছেন, বর্তমানে মঙ্গল ভ্রমণের জন্য যে রকেট ও জ্বালানি রয়েছে তাতে মঙ্গল ভ্রমণে চার বছরের বেশি সময় লাগবে আর খরচও হবে ১২০০ কোটি মার্কিন ডলার। কিন্তু নতুন প্রযুক্তি উদ্ভাবনে সফলতা এলে মাত্র ৩০ দিনেই মঙ্গলগ্রহ ঘুরে আসা যাবে।
বর্তমানে মঙ্গল গ্রহের বুকে আদি প্রাণের সন্ধানে ব্যস্ত রয়েছে নাসার পাঠানো রোবট যান ‘কিউরিওসিটি’। অবশ্য রহস্যময় লাল এ গ্রহটি এখনও নিজের গোপন রহস্য খুলে ধরে নি। তবে গবেষকেরা মঙ্গল পৃষ্ঠে প্রাচীন নদীর রেখা, নুড়ি পাথর ও পানি প্রবাহের প্রমাণ পেয়েছেন। তাঁরা আশা করছেন, এখানে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব হবে।
মঙ্গল গ্রহে বসতি আর এ গ্রহটি জয় করা নিয়ে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেছেন গবেষকেরা। গত শতকের ষাটের দশক থেকেই মঙ্গল গ্রহ অভিযানে যাওয়ার পরিকল্পনা করে আসছেন তাঁরা। কিন্তু পরিকল্পনার সঙ্গে বাস্তবের সে ব্যবধান থেকেই গেছে। বাস্তবে দেখতে গেলে গবেষকেরা এখনও পৃথিবীর কাছের কক্ষপথেই দাঁড়িয়ে রয়েছেন কারণ তাঁদের সফরের জন্য বাধা হয়ে আছে রাসায়নিক শক্তিতে চলা কম শক্তিধর রকেট ইঞ্জিন।
নাসার গবেষকেরা জানিয়েছেন, পারমাণবিক রকেট ইঞ্জিন তৈরি করা সম্ভব হলে দীর্ঘ মহাকাশ যাত্রার অনেক ধরনের বাধা দূর হয়ে যাবে। বিশেষ করে, মহাকাশের তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
এদিকে, গবেষকেরা দ্রুততম সময়ে মঙ্গল ভ্রমণের প্রযুক্তি নিয়ে গবেষণায় ব্যস্ত থাকলেও থেমে নেই মঙ্গল যাত্রার প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ইন্সপিরেশন মার্স ফাউন্ডেশন ২০১৮ সালে মঙ্গল গ্রহের কক্ষপথে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। এই অভিযাত্রায় ৫০০ দিনের। এ অভিযাত্রার যাওয়ার সুযোগ পাচ্ছেন এক মধ্যবয়সী দম্পতি।
নেদারল্যান্ডের মার্স ওয়ান নামের একটি প্রতিষ্ঠান ২০২৩ সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষের বসবাস করার ‘আবাসন’ প্রকল্প নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে মঙ্গল গ্রহে বসবাসে আগ্রহীদের একমুখী টিকেট সরবরাহ করার ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক সংগ্রহ করেছে।
গবেষকেরা আশা করছেন, দ্রুতগতির মহাকাশযান তৈরি করা সম্ভব হলে ৩০ দিনে মঙ্গলগ্রহে বেড়িয়ে আসার জন্য অনেকেই উৎসাহী হবেন।

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

আগেভাগে ‘হোম’ ডাউনলোডে সতর্কতা


অ্যান্ড্রয়েড জেলিবিন-নির্ভর স্মার্টফোনের জন্য ফেসবুকের ঘোষণা দেওয়া ‘হোম’ সফটওয়্যারটি এরমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। আগামি ১২ এপ্রিল হতে গুগল প্লে স্টোর থেকে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। এর আগে অনলাইনের অন্য কোন উত্স থেকে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোডের বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
গবেষকেরা জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ‘হোম’ সফটওয়্যারটি ম্যালওয়ারপূর্ণ হতে পারে, যা স্মার্টফোনের ক্ষতি করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
৪ এপ্রিল অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে। হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং এ স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এ স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা।
১২ এপ্রিল থেকে গুগলের অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ থেকে পরীক্ষামূলক বা স্থায়ীভাবে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। গ্যালাক্সি এস থ্রি, নোট টু ও এইচটিসি ওয়ান সিরিজে এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। শিগগিরই ট্যাবলেটের জন্যও এ সফটওয়্যারটির নতুন সংস্করণ তৈরি করবে ফেসবুক।

****************************************************************************

ইউএসবিকে ছুড়ে ফেলবে থান্ডারবোল্ট!


দ্রুততর গতিতে তথ্য স্থানান্তরে থান্ডারবোল্ট প্রযুক্তির উন্নয়ন করেছে ইনটেল। ৮ এপ্রিল ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই পরবর্তী প্রজন্মের থান্ডারবোল্ট প্রযুক্তি উন্মুক্ত করবে তারা। এ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে ২০ গিগা বিট গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হবে।
২০১৪ সাল নাগাদ ইনটেলের পরবর্তী প্রজন্মের থান্ডারবোল্ট প্রযুক্তি সহজলভ্য হবে। এসময়ে থান্ডারবোল্টের প্রতিযোগী ইউএসবিতেও তথ্য স্থানান্তরের গতি দ্রুততর হবে। ইউএসবি ৩.০ তে ২০১৪ সাল নাগাদ সেকেন্ডে ১০ গিগা বিট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে। তবে ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউএসবি ৩.০-এর তুলনায় ইনটেলের থান্ডারবোল্ট দ্বিগুণ গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হবে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ইনটেল কর্তৃপক্ষ অ্যাপলের তৈরি ম্যাকবুক কম্পিউটারে প্রথম থান্ডারবোল্ট যুক্ত করেছিল। পরবর্তীতে ২০১২ সালে উইন্ডোজ প্ল্যাটফর্মেও দ্রুত গতির তথ্য স্থানান্তরের এই প্রযুক্তিটি যুক্ত করার কথা জানিয়েছিল চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল।

=======================================================================

এন্ড্রোয়েড লাইভ ওয়াল পেপার, অসাধারন এবং মন ছুঁয়ে যাওয়ার মত!!

আজকে আপনাদের জন্য উপহার নিয়ে আসলাম, আপনার এন্ড্রোয়েড ডিভাইসের জন্য খুব সুন্দর এবং মনকাড়া আকর্ষণীয় একটি লাইভ ওয়ালপেপার, যাতে পাবেন বাতাসের রিমিঝিমি সুর এবং শুকনো পাতার নড়াচড়ার শব্দ, এবং এই ওয়াল পেপার টির যে কোন অংশে চুলে পাবেন বাস্তবের মিল, যেমন করে কোন লতা পাতাকে পানিতে ভেজালে যেমন অনুভুতি হয় ঠিক তেমনি, আমার প্রথম এবং পছন্দের একটি ওয়াল পেপার এটি তাই আপনাদের জন্য ও শেয়ার করলাম আশা করি আপনাদের ও ভাল লাগবে।

ওয়াল পেপার টি ডাউনলোড করতে এখানে প্রেস করুন [ সাইজ ১.৮ এমবি ]
আশা করি এন্ড্রোয়েড সকল ভার্সনে সমর্থন করবে।

***********************************************************************************

Nimbuzz লেটেস্ট এবং আপডেট ভার্সন, আপনার নকিয়া সিম্বিয়ান ফোনের জন্য।

আমি যদি ও নকিয়া সিম্বিয়ান ফোন ব্যাবহার কারী নই, তবে আপনাদের ভালবাসা এবং সাড়ার প্রতি আমি জবাব দিতে মোটেও কৃপণতা করছিনা, অনেকেই অনুরোধ করেন নকিয়া সিম্বিয়ান এর জন্য লেটেস্ট কিছু শেয়ার করতে তাই আজকে আপনাদের জন্য শেয়ার করছি একদম লেটেস্ট এবং আপডেট ভার্সন Nimbuzz নামের সফটওয়্যারটি,যার  Upload Date: 31 Mar 13, Series 60, Symbian OS, Version: 3.6.0 updated
আর নিম্বুজ কি কাজের সেটা ও সবাই জানেন, নিম্বুজ থেকে নিম্বুজ ফ্রী কল করা যায় ঠিক স্কাইপির মত।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন [ সাইজ ৫.২এমবি ]

==========================================================================