আগেভাগে ‘হোম’ ডাউনলোডে সতর্কতা


অ্যান্ড্রয়েড জেলিবিন-নির্ভর স্মার্টফোনের জন্য ফেসবুকের ঘোষণা দেওয়া ‘হোম’ সফটওয়্যারটি এরমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। আগামি ১২ এপ্রিল হতে গুগল প্লে স্টোর থেকে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। এর আগে অনলাইনের অন্য কোন উত্স থেকে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোডের বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
গবেষকেরা জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ‘হোম’ সফটওয়্যারটি ম্যালওয়ারপূর্ণ হতে পারে, যা স্মার্টফোনের ক্ষতি করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
৪ এপ্রিল অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে। হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং এ স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এ স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা।
১২ এপ্রিল থেকে গুগলের অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ থেকে পরীক্ষামূলক বা স্থায়ীভাবে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। গ্যালাক্সি এস থ্রি, নোট টু ও এইচটিসি ওয়ান সিরিজে এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। শিগগিরই ট্যাবলেটের জন্যও এ সফটওয়্যারটির নতুন সংস্করণ তৈরি করবে ফেসবুক।

****************************************************************************

No comments:

Post a Comment