ইন্টেল তার ভক্তদের জন্য অনুষ্ঠিতব্য কমপিউটেক্স প্রদর্শনীতে ১০টি
ইন্টেলযুক্ত ট্যাবলেট পিসি অবমুক্ত করার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, আগামী ৩১
মে থেকে ৬ জুন পর্যন্ত তাইপে শহরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইন্টেল এশিয়া-প্যাসেফিক অঞ্চলের মহাব্যবস্থাপক নেভিন শিওনি জানান, এ
বছরই ইন্টেলযুক্ত অন্তত ৩৫টি ট্যাবলেট পিসি বাজারে আসার কথা আছে।
উল্লেখ্য, জাপানের ভূমিকম্প এবং সুনামির কোনো বিরুপ প্রভাব ইন্টেলের এ উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলবে না বলে কেভিন জানান।
গত এপ্রিলে ইন্টেল প্রধান পল অটলিনি দৃঢ়তার সঙ্গে জানান, এ বছরই
অ্যানড্রইড, মিগো এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থনযোগ্য মাইক্রোচিপ
উদ্ভাবন করবে। এরই মধ্যে এ উৎপাদনকৌশল অনেকটা পথ অতিক্রম করেছে।
এ মুহূর্তে ইন্টেল স্মার্টফোনের জন্য খুদে আকৃতির চিপ তৈরিতে ব্যস্ত
সময় পার করছে। এর সঙ্গে ট্যাবলেট পিসির জন্যও চিপ উৎপাদনের কাজ চলছে
সমতালে।
উল্লেখ্য, বাজারে আসা ট্যাবলেট পিসিগুলোতে এ মুহূর্তে আর্ম ডিজাইনের চিপ
ব্যবহৃত হচ্ছে। তাই স্মার্টফোনের পর ট্যাবলেট পিসির বাজার দখলে ইন্টেল
এখন অনেকটাই মরিয়া হয়ে উঠেছে।
No comments:
Post a Comment