
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা এক ধরনের স্বচ্ছ কম্পিউটার তৈরি করেছেন যার এক পাশ থেকে অন্য পাশে দেখা যায় আবার কম্পিউটারে সাহায্যে ডিজিটাল পণ্যগুলোকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতাও পাওয়া যায়। খবর বিবিসি অনলাইনের।
মাইক্রোসফটের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্ভাবক প্রতিষ্ঠান স্পেসটপ থ্রিডি স্বচ্ছ কম্পিউটারটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত টেড ২০১৩ সম্মেলনে এ কম্পিউটার দেখানো হয়েছে।
স্পেসটপ থ্রিডির গবেষকেরা জানিয়েছেন, মানুষ যেভাবে কঠিন বস্তু ছুঁয়ে দেখে বা অনুভব করতে পারে এ কম্পিউটারের ভারচুয়াল পণগুলোর ক্ষেত্রেও একই রকম অভিজ্ঞতা পাওয়া যাবে। এর ফলে কম্পিউটারের সঙ্গে মানুষের যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়বে।
বিল্ট-ইন ক্যামেরাযুক্ত স্বচ্ছ এলইডি ডিসপ্লের এ কম্পিউটার ব্যবহারকারীর অঙ্গভঙ্গি ও চোখের ইশারা শনাক্ত করতে সক্ষম।
এক দশকের মধ্যেই এ ধরনের কম্পিউটার সহজলভ্য হবে বলে মনে করছেন গবেষকরা।
No comments:
Post a Comment