আপনার ডেস্কটপকে দিন ৬ টি ভার্চুয়াল রূপ, আর তা চেঞ্জ করুন 3D স্টাইলে।

Searching_ONE [SR]
আমি আপনাদের সাথে যে সফটওয়ারের কথা বলব তার সম্পর্কে আপনারা শিরোনাম দেখেই জেনে গেছেন। আর যারা সৌখিনভাবে কম্পিউটার চালান তাদের জন্যই আজকের পোষ্ট। পিসিকে সৌখিন করতে এই সফটওয়ারের জুরি নেই। এই সফটওয়ারের সাইজ ছোট কিন্তু এর কাজ অসাধারন। আপনি ইচ্ছে করলেই ৬ টি ডেক্সটপের কাজ একটিতেই করতে পারেন । ৬ টি ভার্চুয়াল ডেক্সটপে পৃথকভাবে ৬টি ওয়ালপেপার , আলাদাভাবে এপলিকেশন মিনিমাইজ করতে পারেন। আর সহ্জেই ডেক্সটপগুলো 3D ভঙ্গিতে চেঞ্জ করতে পারবেন । আর চেঞ্জ করতে আপনার কিবোর্ডের F11, F7, F8, Ctrl+F8 চাপুন, আর তা না হলে System Tray  তে থাকা আইকনে Mouse এর Right Botton এ ক্লিক করে ইচ্ছেমত চেঞ্জ করতে পারবেন । আরও অনেক ফিচার রয়েছে এতে, বাকি গুলা আপনারাই বের করে নেন । বেশী লিখতে কষ্ট লাগে তাই দেরি না করে ডাউনলোড করার ইচ্ছা থাকলে  এই লিংক থেকে তা ডাউনলোড করে নিন। ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টট । পাসওয়ার্ড হল  “raihangfn” । নিচে কয়েকটি স্কিনসট দিলাম।

SR SR  SR  SR

No comments:

Post a Comment